শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন
Reading Time: < 1 minute
সংবাদ বিজ্ঞপ্তি :
বগুড়া জেলার জাতীয় সংসদ উপনির্বাচনের ভোটের মাঠে সার্বিক নিরাপত্তায় র্যাব-১২।
জাতীয় সংসদ উপনির্বাচন উপলক্ষে ভোটের মাঠে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২। ০১ ফেব্রুয়ারী ২০২৩ তারিখ জাতীয় সংসদের বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের কাহালু, নন্দিগ্রাম এবং বগুড়া সদর উপজেলায় সংসদ উপনির্বাচন উপলক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাব-১২’র সদস্যরা ভোটারদের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করছে। ভোট শুরু হওয়ার সময় থেকে মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ এবং বিভিন্ন অফিসারগণ প্রতিটি উপজেলার সকল ভোট কেন্দ্র সমূহ পরিদর্শন করেন। নির্বাচন ডিউটিতে নিয়োজিত সকল র্যাব সদস্যদের সঠিক ভাবে দায়িত্ব পালনের জন্য নিদের্শনা প্রদান করেন। নির্বাচনে র্যাবের সরব উপস্থিতি সাধারন জনগণের মনের মধ্যে আস্থা বাড়িয়েছে।
স্বাক্ষরিত-মোঃ মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিডিয়া অফিসার র্যাব-১২, সিরাজগঞ্জ।