admin
- ২৮ ডিসেম্বর, ২০২২ / ১৯৭ Time View
Reading Time: < 1 minute
মোঃ হেলাল উদ্দিন সরকার. ধুনট বগুড়া:
বগুড়া জেলার ধুনট, ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনার পাড়ে ভিটামাটি রক্ষার্থে শহরাবাড়ি, শিমুলবাড়ি,কৈয়াগাতি, বানিয়া জান, বড়ইতলি, ভান্ডারবাড়ি সহ আট দশগ্রামের অসহায় মানুষ মানববন্ধন করেছেন।মঙ্গলবার ২৭ডিসেম্বর বানিয়া জান যমুনা নদীর পাড়ে এই মানববন্ধন করেন তারা। সকল গ্রামবাসীর পক্ষে – মোঃ আমিনুল ইসলাম, পিতা গফুর চেয়ারম্যান, গ্রাম বানিয়া জান, শিমুলবাড়ি, ধুনট বগুড়া এর স্বাক্ষরিত বগুড়া জেলা প্রশাসক বরাবর আবেদন পত্রের বরাতে ও ঘটনাস্থল সরজমিন খোঁজ খবর নিয়ে জানা যায়, ইতিমধ্যে মোট ৪২ টি দাগের ৩৬.৩৯ একর জমি সরকার কর্তৃক বালুমহল ঘোষণা করা হয়।সরকারি বালুমহল নীতিমালা
অনুযায়ী বালু উত্তোলনের জন্য বিআইডব্লিউটিএ থেকে একটি নকশা অনুমোদন করা হয়। উক্ত নকশায় শুধু চৈবের মৌজা/৩৯ থেকেই বালু উত্তোলনের জন্য বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর গোসাঁইবাড়ি ইউনিয়নের জৈনক বেলাল হোসেন বালু মহলের ইজারাদার নিযুক্ত হন। ইজারা পাবার পর বেলাল হোসেন মৌখিকভাবে এলাকার কিছু চিন্তিত বালু ব্যাবসায়ীকে সাব-ইজারা দেন। ইতিমধ্যে বেলাল হোসেন ও তার নিযুক্ত সাব-ইজারাদার গন পনেরো দিন হলো নির্দিষ্ট স্থান থেকে বালু উত্তোলন না করে বানিয়া জান, শিমুলবাড়ি, শহরাবাড়ি, কৈয়াগাড়ি, নিউসারিয়াকান্দি ‘ যমুনা নদীর পাড় ঘেঁষে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছে। এতে এইসবগ্রামের নদীরপাড় ভাঙনের সম্মুখীন হয়ে পরেছে, কোথাও কোথাও পার ভেঙে যাচ্ছে। এলাকাবাসীর ধারনা এভাবে কিছুদিন বালু উত্তোলন করলে এই গ্রামগুলো যমুনানদীর গর্ভে বিলীন হয়ে যাবে। এখনই এর সঠিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। আবেদনকারী আমিনুল ইসলাম জানান, ইতিমধ্যে তিনি সচিব ভুমি মন্ত্রনালয়, বিভাগীয় কমিশনার রাজশাহী, উপজেলা চেয়ারম্যান ধুনট বগুড়া, উপজেলা নির্বাহী অফিসার ধুনট বগুড়া, অফিসার ইনচার্জ ধুনটথানা বগুড়া, নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড বগুড়া -বরাবর আবেদন ও আবেদনের অনুলিপি প্রেরন করেছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহন না করায় আজকে এই মানববন্ধন করেন গ্রামবাসী। অচীরেই তারা কোনো ব্যবস্থা না নিলে যমুনার পাড়ে অনশন শুরু করবেন। মানববন্ধনে সকল গ্রামের সর্বস্তরের জনগণ স্বাচ্ছন্দ্যে অংশ গ্রহন করেন ও তাদের মনের আকুতি সকলের সামনে তুলে ধরেন।