সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন
Reading Time: < 1 minute
হুমায়ুন আহমেদ, সান্তাহার,বগুড়া:
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে সরকার ঘোষিত এক সপ্তাহের সর্বাত্মক কঠোর লকডাউনের চতুর্থ দিনে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। কঠোর লকডাউনের শুরু থেকেই আইনশৃংখলা বাহিনীর সদস্যগন সেনাবাহিনী, বিজিবি,পুলিশদের উপজেলাসহ পৌর শহরে টহল দিতে দেখা গেছে।আজ রবিবার ৪ জুলাই দুপুরে ( ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সীমা শারমিন উপজেলার সান্তাহার পৌর শহরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। লকডাউন উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখায় দুটি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট সীমা শারমিন বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রাখা হবে।