বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ হেলাল উদ্দিন সরকার,ধুনট বগুড়া :
বগুড়া জেলার ধুনট উপজেলায়, মোছাঃ শান্তনা খাতুন, সহকারী শিক্ষিকা (শরীর চর্চা) ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, ধুনট, বগুড়া। তিনি দীর্ঘদিন যাবত কিডনি, হার্ট, ডায়াবেটিস জনিত রোগে ভুগছেন। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এবং নানাবিধ সমস্যা থাকায় মানবেতর জীবনযাপন করছেন। এধরনের রোগের চিকিৎসার ব্যায় অনেক। সামান্য একজন স্কুলের শরীরচর্চা শিক্ষিকা হয়ে, যা বেতন পান তা দিয়ে সংসার চালানোর পরে চিকিৎসার খরচ যোগাড় করা তার জন্য অসম্ভব হয়ে পরেছেন। সহকর্মীদের যেটুকু সাহায্য পেয়েছেন তা দিয়ে সম্পুর্ন চিকিৎসা করা যাচ্ছে না। তাই উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। বর্তমানে সে চিকিৎসার খরচ বহনে সাংসারিক ভাবে পুরাপুরি অক্ষম। তাই সমাজের বিত্তবান, সক্ষম, মানবিক, সচেতন সকলের নিকট মানবিক সাহায্যের আবেদন করছেন। মোছাঃ শান্তনা খাতুনকে যদি কোনো স্ব হৃদয় ব্যাক্তি সাহায্য করতে চান তবে-বিকাশ একাউন্ট: ০১৭১৪৫৩২৩৫৩ (পারসোনাল),
রকেট একাউন্ট: ০১৭১৪৫৩২৩৫৩৪ (পারসোনাল), সোনালী ব্যাংক একাউন্ট ধুনট শাখা হিসাব নং: ০৬১০১১০০৮৭০৭৪ (সঞ্চয়ী) এর মাধ্যমে সাহায্য সহযোগিতা করতে পারেন।