শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
প্রেস বিজ্ঞপ্তি:
র্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল হেফাজতে রাখিয়া অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ১৫ মে ২০২২ ইং তারিখ সময় ১৮.০০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন ঝাঐল ইউনিয়নস্থ চালা সাবাজপুর গ্রামস্থ ধৃত আসামী মোঃ রাজু আহম্মেদ (২৬), পিতা-মোঃ করিম সরকার এর বসতবাড়ীর ভিতর আঙ্গিনায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ রাজু আহম্মেদ (২৬), পিতা-মোঃ করিম সরকার, সাং-চালা, থানা-কামারখন্দ, জেলা-সিরাজগঞ্জ, ২। মোঃ রুবেল মিয়া (৩৫), পিতা-মোঃ আবু তাহের, সাং-জাহানাবাদ, থানা ও জেলা-বগুড়াদ্বয়কে ১৯৪ বোতল ফেন্সিডিল ও মোবাইলসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
মোঃ সোহরাব হোসেন,স্কোয়াড্রন লীডার, কোম্পানী কমান্ডার,স্পেশাল কোম্পানী, র্যাব-১২, বগুড়া