শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:৪৩ অপরাহ্ন
Reading Time: 2 minutes
চাপাইনবাবগঞ্জ সংবাদদাতা:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার চরপাঁকা এলাকায় পদ্মা নদীতে বরযাত্রীবাহী নৌকায় বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। মৃত্যু আরও বাড়তে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন।
শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন েএর সত্যতা নিশ্চিত করে বলেন, বরযাত্রীবাহী নৌকা চরপাকা এলাকায় পৌছালে বজ্রপাতে এ হত্যাহতের ঘটনা ঘটে। স্থানীয়দের তথ্যে, এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন সদর উপজেলার ডাল পাড়ার জামিলা (৫৮), তবজুল (৭০), সাদল (৩৫), বাবুল (২৬), বাবু (২০), তেররশিয়ার রফিকুল (৫৮), সুর্য নারায়ণপুরের সজীব (২২), আলম (৪৫), পাতু (৪০), বেলী বেগম (৩২), মৌসুমী (২৫), ফাটাপড়ার টকি বেগম (৩০), গোঠা পাড়ার সবুল (৩০), বাবুডাইং গ্রামের টিপু সুলতান (৪৫)ও সুন্দরপুরের আসিকুল ইসলাম এবং শিবগঞ্জ উপজেলার চর পাকার রফিকুল ইসলাম।
পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালালউদ্দীন বলেন,, সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের আলীমনগর ঘাট থেকে নৌকায় করে দক্ষিণ পাঁকায় বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পদ্মা নদী পার হয়ে দক্ষিণ পাঁকায় পৌঁছালে নৌকা থেকে নেমে তারা ঘাটের উপর একটি টিন শেড ঘরের ভিতরে দাঁড়ায়। এ সময় বৃষ্টি শুরু হয় এবং বজ্রপাতে ঘটনাস্থলেই ১৭ জন মারা যান।” পরে আরো ৩ জন মারা যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ বলেন, “বৃষ্টির কারণে ওই দলটি ঘাটের ইজারাদারের টং ঘরে আশ্রয় নিয়েছিল। এ সময় সেখানে বজ্রপাত হলে ঘরের ভেতরে এবং বাইরে অবস্থান করা ১৭ জন ঘটনাস্থলেই মারা যান। আরও কয়েকজন গুরত্বর আহত হন।”
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আর এম ও ডা. নূরূন নাহার জানান, বজ্রপাতে আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া একজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর বিয়ে বাড়ি মুহুর্তে শোকের বাড়িতে পরিনত হয়।