শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
ফিরোজ হোসেন,নওগাঁ:
অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ পালিত হয়েছে।শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮, নওগাঁ- ৩ বদলগাছী- মহাদেবপুরের সংসদ সদস্য মো. ছলিম উদ্দিন তরফদার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সামছুল আলম খান, বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মন্ডল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, বদলগাছী উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দিন এফ এফ প্রমুখ।