বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫২ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
ফিরোজ হোসেন বদলগাছী, নওগাঁ :
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর বদলগাছীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা চত্বরে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন ইউএনও মো. মাহবুব হাসান।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা যুব উন্নয়ন অফিসার ইবনু সাব্বির আহম্মেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. সরয়ারে জাহান, ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান। এছাড়াও উপস্থিত ছিলেন সদর ইউপির চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, বালুভরা ইউপির চেয়ারম্যান আল এমরান, “সাংবাদিক সংস্থা বদলগাছী’র অর্থ সম্পাদক ফিরোজ হোসেন, মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ ফেরদৌস হোসেন ও সাধারণ সম্পাদক আবু রায়হান লিটন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাসানুজ্জামান হাসান, সাংবাদিক মোঃ সারোয়ার হোসেন অপু, এমদাদুল হক দুলু, রানা হামিদ, সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান সবুজ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। সভায় বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতিবিরোধি কমিটির সদস্য ও বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের প্রাক্তন শিক্ষক মোঃ আবুল হোসেন, প্রফেসর মো. সরওয়ারে জাহান অধ্যক্ষ বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় বদলগাছী, নওগাঁ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাসানুজ্জামান হাসান, শাহরিয়ার জ্জামান বদলগাছী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বক প্রমুখ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান বক্তব্য রাখেন পারিবারিক ও প্রতিষ্ঠানিক ভাবে ছোট থেকে দুর্নীতির বিরুদ্ধে শিক্ষা দেওয়া ও দুর্নীতিকে না বলতে শেখানোর কথা তুলে ধরেন।
এসময় সভায় বক্তাগণ দেশকে দুর্নীতি মুক্ত রাখতে উন্নত বিভিন্ন দুর্নীতিমুক্ত দেশের উদাহরণ তুলে ধরে বক্তব্য রাখেন।