শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
ফিরোজ হোসেন,নওগাঁ:
“জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে বাস্তবায়ন করতে নওগাঁর বদলগাছী উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ পালিত হয়েছে।(৬ অক্টোবর) শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর হতে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোসা. আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিব আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইমামুল আল হাসান তিতু।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা. আতিয়া খাতুন, বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিয়ার রহমান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দিন এফ এফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল ইসলাম, বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীনুর ইসলাম স্বপন, নওগাঁ জেলা পরিষদের সদস্য রাহেলা চৌধুরী টপি, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম সাজু, উপজেলা যুবমহিলা লীগের আহবায়ক মমতাজ চৌধুরী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণ।