admin
- ৯ অক্টোবর, ২০২২ / ১৬৫ Time View
Reading Time: < 1 minute
সোহেল রানা, বাগেরহাট:
বাগেরহাটে একটি যাত্রীবাহী বাস থেকে ৩৭ বোতল ফেন্সিডিলসহ তানিয়া ইসলাম জুলেখা (২৫) নামের এক নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার (০৯ অক্টোবর) দুপুরে খুলনা-বাগেরহাট মহাসড়কের ভিআইপি মোড় থেকে বরিশালগামী ধাঁনসিড়ি পরিবহনের একটি বাস থেকে ওই নারীকে আটক করা হয়। এসময় তার শরীর ও পায়ে বিশেষ কৌশলে রাখা ৩৭ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। আটক জুলেখা যশোর জেলার শার্শা উপজেলার লাউতারা গ্রামের মোঃ নজরুল ইসলামের মেয়ে। আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, যাত্রীবাহী বাস থেকে ৩৭ বোতল ফেন্সিডিলসহ এক নারীকে আটক করা হয়েছে। আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।