সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৫ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শেখ মোঃ ইব্রাহীম, সরাইল ব্রাহ্মণবাড়িয়া:
দু’চোখ মেললেই দিগন্তজুড়ে চোখে পড়ছে আমনের মাঠে সবুজের সমারোহ। চলতি রোপা আমনে মাঠের পর মাঠ যেন সবুজে ভরে গেছে। সত্যিই এই দৃশ্য না দেখলে বুঝা যায় না। মাঠের পর মাঠ ধান ক্ষেত কৃষকের বুক জুড়িয়ে দিচ্ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিস সুত্রে জানা যায়, এবার ৬ হাজার ৬০০শ ৫ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১৭ হাজার ৬০০শ ২৯ মেট্রিক টন।
গলানিয়া গ্রামের কৃষক রফিকুল ইসলাম জানান, রোপা আমন ধান গাছে সময়মত পানি পাওয়ায় এখন গাছ সবুজ বর্ণ ধারণ করেছে। এখন পর্যন্ত আমন ক্ষেতের অবস্থা ভাল। এবার আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এতে করে আমরা অনেক উপকৃত হবো এবং বিগত দিনের ক্ষতি পুষিয়ে নিতে পারবো বলে মনে করছি। কালীকচ্ছ গ্রামের চাষি শাহেদুর রহমান জানান, সাড়ে ২ বিঘা জমিতে রোপা আমন চাষ করেছেন। ফসলের অবস্থা ভাল। মাঝে হালকা পোকার আক্রমণ হয়েছিল। এখন নেই। ধানের শীষ বের হতে শুরু করেছে। নিয়মিত সেচ ও সার প্রয়োগ করার ফলে রোপা আমনের ধান সুন্দর ভাবে বেড়ে ওঠছে। কোনো রোগ-বালাই এর আক্রমণ না হলে ভালো ফলন পাবেন বলে তারা আশা প্রকাশ করেন।
সূর্যকান্দি গ্রামের কৃষক আনোয়ার হোসেন জানান, ১ একর জমিতে রোপা আমন ধান আবাদ করছেন। ধান লাগানোর সময় কিছুটা খরা থাকায় মেশিনের সেচ দিয়ে শুরু করলেও গত কয়েকদিন আগের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ধানের চেহারা অনেক সুন্দর দেখাচ্ছে।
সরাইল উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা কার্তিক চন্দ্র কুরি বলেন, রোপা আমন ধান চাষে কৃষকেরা যাতে লাভবান হতে পারেন এবং কৃষকরা যেন আমন চাষে কোন প্রকার সমস্যায় না পড়েন এজন্য আমরা সার্বক্ষণিক নজর রাখছি। যেখানেই সমস্যা সেখানেই সমস্যা সমাধানে দ্রæত পদক্ষেপ নেয়া হচ্ছে। ফলে আমরা আশা করছি এবার রেকর্ড পরিমান জমিতে রোপা আমন ধানের বাম্পার ফলন পাওয়া যাবে।