শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
রিপন কান্তি গুণ,নেত্রকোনা:
নেত্রকোনার বারহাট্টায় পবিস এর কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকগণের সাথে বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) তানিয়া খানের মত বিনিময় সভা অনুষ্ঠিত।২৯ সেপ্টেম্বর বিকাল ৫ টায় উপজেলা পরিষদ হলরুমে নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতির আয়োজনে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা), তানিয়া খান।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফারজানা আক্তার ববি, বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ফয়জুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ আবদুল কাদের, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, খায়রুল কবির খোকন, সভাপতি বারহাট্টা উপজেলা আওয়ামীলীগ, প্রকৌশলী বিপ্লব কুমার সরকার, জেনারেল ম্যানেজার নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতি, শাহীনুর আক্তার শায়লা, মহিলা ভাইস চেয়ারম্যান বারহাট্টা উপজেলা পরিষদ, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল ও পল্লীবিদ্যুতের গ্রাহকগণসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।মতবিনিময় সভায় গ্রাহকগণ তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন ও সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সচিবের প্রতি অনুরোধ জানান।