admin
- ৯ সেপ্টেম্বর, ২০২২ / ১৩৬ Time View
Reading Time: < 1 minute
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(৮ সেপ্টেম্বর) রাত ৯ টায় উপজেলার পশ্চিম থানাপাড়া এলাকার একটি সামাজিক অনুষ্ঠানে রাতে ডিউটিতে ছিলেন এ ডেকোরেটর কর্মী।
নিহত ডেকোরেটর কর্মী আল মামুন(২২) উপজেলার মেরুং ইউপির বেতছড়ি এলাকার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে। জানা যায়, সামাজিক অনুষ্ঠান চলা কালে জেনারেটর চালাতে গিয়ে সে বিদ্যুতায়িত হয়। এরপর স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. রাশেদুল আলম বলেন, হাসপাতালে পৌছাঁর আগেই সে মারা গিয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সে বিদ্যুতায়িত হয়ে মারা গিয়েছে।
দীঘিনালা থানার ডিউটি অফিসার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) প্রেমানন্দ মন্ডল জানান, এবিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি। গতকাল রাতেই হাসপাতাল থেকে লাশ দাফনের জন্য নিহতের স্বজনেরা বাড়িতে নিয়ে গেছেন।