সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০১ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শেখ মো. ইব্রাহীম,সরাইল ব্রাহ্মণবাড়িয়া:
উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাসকর দত্তের ১৩৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। উল্লাসকর দত্ত সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের দত্তপাড়া গ্রামে ১৮৮৫ সালের ১৬ এপ্রিল জন্ম গ্রহণ করেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সরাইল প্রেসক্লাবের সভাপতি আইয়ুব খানের সভাপতিত্বে শনিবার দুপুরে অনুষ্ঠিত স্মরণসভায় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ অ্যাডভোকেট মোঃ জিয়াউল হক মৃধা, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ফখরুল ইসলাম শিবলী, সরাইল ত্রিতাল সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ, গীতিকার সঞ্জিব কুমার দেবনাথ, সদর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার এবং উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলী প্রমূখ। সভায় বিপ্লবী উল্লাসকর দত্তের স্মৃতি বিজড়িত বসতবাড়িটি সংরক্ষণ এবং উপজেলা সদরে তাঁর একটি ম্যুরাল নির্মাণের দাবি করা হয়।