সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১১ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শেখ মো. ইব্রাহীম, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ইসলামাবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সরাইল থানা সূত্রে জানা যায়, ঢাকা সিলেট মহাসড়কের উত্তর পাশে ইসলামাবাদ এলাকার লাউয়ার খাল নামক স্থানে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, কালিকচ্ছ গ্রামের আবু ছায়েদ মিয়ার ছেলে সোহেল মিয়া(২৬), ধরন্তী গ্রামের আব্দুল মোতালেবের ছেলে জীবন মিয়া(৩০), ইসলামাবাদ গ্রামের হেবদু মিয়ার ছেলে খোকন মিয়া(২৮)।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সরাইল থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।