শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন
Reading Time: 2 minutes
শাহরিয়ার মিল্টন,শেরপুর:
সীমান্তবর্তী শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া শান্তির মোড় এলাকার ভেদরকোনা পাহাড়ি ঝর্ণার উপর নির্মিত ভাঙ্গা ব্রিজটি মেরামত না করায় চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন তিনগ্রামসহ পাশ্ববর্তী গ্রামের হাজারো মানুষ। যাতায়াতে দুর্ভোগ লাঘবে দ্রæত ওই স্থানে একটি নতুন ব্রিজ নির্মাণের দাবী জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় এলাকাবাসী জানান, ওই রাস্তা দিয়ে বারমারী বাজার হতে আন্ধারুপাড়া বুরুঙ্গা শান্তির মোড় হয়ে খলাচান্দা ক্ষদ্র নৃ-গোষ্ঠীর কোচপাড়া গ্রামে প্রতিদিন চলাচল করেন শতশত মানুষ ও ছোটবড় যানবাহন। এছাড়া ব্রিজ সংলগ্ন মসজিদে নামাজ আদায় করতে আসেন গ্রামের মুসল্লীরা। ভেদরকোনা পাহাড়ি ঝর্ণার উপর প্রায় দুই যুগ আগে যাতায়াতের গুরুত্ব বিবেচনা করে ওই রাস্তায় একটি মিনি ব্রিজ নির্মাণ করে একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। দীর্ঘদিন যাবত বারমারী, খলচান্দা ও আন্ধারুপাড়াসহ আশপাশের গ্রামের মানুষ ওই মিনি ব্রিজের উপর দিয়ে চলাচল করে আসছিল। গত কয়েক বছর যাবত পাশের প্রবাহিত চেল্লাখালি নদীর শান্তির মোড় হতে উত্তর আন্ধারুপাড়া গ্রামের ট্রাকভর্তি ইজারাকৃত বালু ওই মিনি ব্রিজের উপর দিয়ে পরিবহন করা হচ্ছিল। অধিক ওজনের বালুভর্তি ট্রাক চলাচল করায় গত প্রায় দুইবছর আগে ট্রাকসহ ধ্বসে পড়ে ব্রিজটি। এমতাবস্থায় স্থানীয় উদ্যোগে মেরামত করে কোনো রকমে চলাচল করছিল গ্রামবাসী। কিন্তু সম্প্রতি পাহাড়ি ঢলের খর¯্রােতে ক্ষতিগ্রস্ত ওই ব্রিজটি সম্পুর্ণভাবে ধ্বসে পড়ে। এতে চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েন যাতায়াতকারীরা। আন্ধারুপাড়া গ্রামের অদিবাসী দুলাল মিয়া ও ঈমান আলী জানান, খলচান্দা কোচপাড়া ও বারমারী বাজারের সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল শান্তির মোড়ের এই ব্রিজটি। কিছুদিন আমরা ভাঙ্গা ব্রিজের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেছি। কিন্তু বর্তমানে ব্রিজটি ধ্বসে পড়ায় আমাদের চলাচলে খুব অসুবিধা হচ্ছে। তাই সরকারের কাছে দাবী জানাই সরকার যেন খুব দ্রæত সময়ের মধ্যে এখানে নতুন করে একটি পাকা ব্রিজ নির্মাণ করে দেন। সংশ্লিষ্ট আন্ধারুপাড়া গ্রামের ইউপি সদস্য হজরত আলী বলেন, শান্তির মোড় এলাকার ভাঙ্গা ব্রিজটির বিষয়ে উপজেলা প্রশাসনসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তারা উদ্যোগ নিলেই ওই সড়কে নতুন ব্রিজ নির্মাণ করা হবে। এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল হান্নান বলেন, পোড়াগাঁও ইউনিয়নের শান্তির মোড় এলাকার ভাঙ্গা ব্রিজটি নতুনভাবে আরসিসি গাডার ব্রিজ নির্মাণ করার লক্ষে প্রায় দেড় বছর আগে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রস্তাবনা অনুমোদনের মাধ্যমে দরপত্র আহবান করে নতুন ব্রিজ নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করা হবে।