admin
- ৯ সেপ্টেম্বর, ২০২২ / ১৯৩ Time View
Reading Time: < 1 minute
মৈনাক গুহ, বর্ধমান, ভারত:
‘সত্যের জয়। আগে আগে দেখতে যাও’ বেকসুর খালাস পাওয়ার পর বললেন অনুব্রত মণ্ডল। ২০১০ সালের ৫ই মার্চ মঙ্গলকট মামলায় বেকসুর খালাস পেল অনুব্রত মণ্ডল। ২০১০ সালের ৫ই মার্চের মঙ্গলকোট মামলায় মোট অভিযুক্তের সংখ্যা ছিল ১৫ জন ইতিমধ্যে মৃত্যু হয়ে গেছে একজনের। বাকি ১৪ জন কেই বিধান নগর এমপি-এলে আদালত উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে সকলকে বেকসুর খালাস করে দেয়।
গরু পাচার কান্ডে সিবিআই হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল। তার জামিনের আবেদন খারিজ হয়ে যায়। বর্তমান আসানসোল সংশোধনাগারে বন্দি অনুব্রত মণ্ডল কে এদিন নিয়ে আসা হয় বিধাননগর এমপি-এলএ আদালতে। মঙ্গলকোট মামলার রায় ঘোষণার পরেই তাকে আবার ফেরত নিয়ে যাওয়া হবে আসানসোলে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আদালতে হাজিরা দিয়ে দেওয়ার সময় অনুব্রত মণ্ডল বলে ‘গরু পাচার কান্ড নিয়ে সময় মত মুখ খুলব। সময় হলে সব বলব এখন কিছু বলবো না’।এদিনও মঙ্গলকোট মামলায় বেকসুর খালাস পাওয়া পর তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘আগে আগে দেখতে যাও…’
পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার জেলবন্দী অনুব্রত মণ্ডল কে ‘বীরের সম্মানে” ভূষিত করেছেন। নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃণমূলের সমাবেশ মঞ্চ থেকেই অনুব্রত মণ্ডল কে ‘বীরের সম্মান’ দিয়ে জেল থেকে ছাড়িয়া আনার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি বলেন অনুব্রত মণ্ডল না ফেরা পর্যন্ত বীরভূমের লড়াই আরো তিনগুণ বাড়বে। বীরভূম জেলা কখনো হারিতে জানেনা। তিনি আরো বলেন “তৃণমূলের প্রভাবশালী নেতাদের গ্রেফতার করলেই, কর্মীরা ভয় পেয়ে যাবে।সেই গুড়ে বালি।যতদিন না কেষ্ট বের হচ্ছে, লড়াই ৩ গুণ বাড়বে।”