শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
এম এস আই শরীফ, ভোলাহাট চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আবারো আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ফের মাটি কেটে পুকুর খননের খবর পাওয়া গেছে। গোপন সূত্রে জানা গেছে, উপজেলার ২নং গোহালবাড়ী ইউনিয়নের খালেআলমপুর গ্রামের জামশেদ আলীর ছেলে হিমেল আলী (৩২) কে অবৈধভাবে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ নিয়ন্ত্রণ আইনে গত ৬ জানুয়ারী ২০২৫ তারিখে ৫০ হাজার টাকা জরিমানা করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার। প্রেক্ষিতে ফের আজ (২২ জানুয়ারী ২০২৫) বুধবারও ঐ একই স্থান হতে-পোল্লাডাঙ্গা-ইসলামপুর ছোটভেওয়া বিল নামকস্থানে মাটি কাটার দৃশ্য পরিলক্ষিত হয়। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার এর অফিস মোবাইল নম্বর ০১৩১৮৩২০১৪১ যোগাযোগ করা হলে তিনি আচ্ছা ঠিক আছে বলে আশ্বাস দিয়ে ফোন কেটে দেন।