admin
- ৩০ জানুয়ারী, ২০২৩ / ১৫৮ Time View
Reading Time: 2 minutes
কামরুল হাসান, ময়মনসিংহ :
“জুয়া খেলা বন্ধ করি, জুয়া মুক্ত সমাজ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার বিভিন্ন জায়গায় জুয়া বন্ধ করতে নিয়মিত অভিযান চালিয়ে জুয়ার আসর আগুনে পুড়িয়ে ও ভেঙে গুড়িয়ে দিচ্ছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ। রবিবার (২৯ জানুয়ারী ২০২৩) তারিখ রাত ১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের চর হাসাদিয়া গ্রামের হাসাদিয়া বাজারের পাশে বাঁশ বাগানের ভিতরে একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে তা আগুনে পুড়িয়ে ও ভেঙে গুড়িয়ে দিয়েছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ। স্থানীয়রা জানান, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় একটি সংঘবদ্ধ চক্র গোপনে বাঁশ বাগানের ভেতরে জুয়ার আসর বসিয়ে তা পরিচালনা করে আসছিল। তারা বলেন, এতে গ্রামের ও আশেপাশের পরিবেশ নষ্ট হচ্ছে, সামাজিক অনাচার বেড়ে যাচ্ছে ও যুব সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। যুবকদের অনিয়ম ও অনৈতিক কাজের জন্য উৎসাহিত করছে। স্থানীয়রা আরো জানান, জুয়া এখন বন্ধুবান্ধব, ক্লাসমেট, সহকর্মী ও পরিবারের মাঝেও ঢুকে পড়েছে। হাসতে হাসতে জুয়াবাজি করছে যুবকরা। ক্রিকেট, ফুটবল, দাবা, লুডু ইত্যাদি খেলা এমনকি নির্বাচনে হারজিত নিয়ে বাজি ধরার মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে। কোন দল জিতবে, কত রান করবে, কোন ওভাবে কয় রান করবে, কয়টি উইকেট হারাবে, কয়টি ওয়াইড-নো হবে, কয়টি ছক্কা মারবে, কয়টি চার মারবে প্রতিটি কদমে কদমে যুবকরা জুয়া খেলছে। অমুক দল জিতলে তুমি আমাকে দিবে, আর হারলে আমি তোমাকে দেব বাজি ধরার নির্ধারিত টাকা। ময়মনসিংহ পুলিশ সুপার মোহা. মাছুম আহাম্মদ ভুঞা (পিপিএম-সেবা) এর দিক-নির্দেশনায় কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ (পি পি এম-বার) এর নির্দেশে মাদক, জুয়াসহ অপরাধ নির্মূলে প্রতিদিন নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ ছাড়াও সকল প্রকার অপরাধ দমনে ও পুলিশী সেবা আরো বৃদ্ধি করতে, সমাজের বিভিন্ন স্তরের জনগণের সাথে বিট পুলিশিং সভা চালু হয়েছে। আর বিট পুলিশিং কার্যক্রমে সফলতা এনে দিয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ এর নেতৃত্বে এস আই আশিকুর হাসান সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে জুয়ার আসর আগুনে পুড়িয়ে ও ভেঙে গুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ বলেন, পরানগঞ্জ ইউনিয়নে চর হাসাদিয়া গ্রামে বাঁশ বাগানের ভেতরে অবৈধভাবে ছাউনি দিয়ে বিশাল প্যান্ডেল তৈরি করে জুয়ার আসর পরিচালনা করছে একটি মহল। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০ ঘটিকার সময় সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসর পরিচালনাকারী সহ জুয়াড়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই জুয়ার আসর ভেঙ্গে দিয়ে তা আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।
ওসি শাহ কামাল আকান্দ আরো বলেন, তরুণ সমাজকে মাদক এবং অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত রাখা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। জুয়ার আসরের সাথে যারা জড়িত রয়েছে তাদের আইনের আওতায় আনা হবে।কোতোয়ালি থানা পুলিশের এই অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।