বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ন
Reading Time: < 1 minute
কামরুল হাসান, ময়মনসিংহ:
ময়মনসিংহ নগরীর ৩০ নং ওয়ার্ডের নিজকল্পায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মিসেস রোকসানা পারভীনের নিজ দখলীয় জমিতে ধান রোপনের সময় প্রতিপক্ষের আক্রমনে ২ জন গুরুতর আহত। গত ২৭ জানুয়ারী রোজ শুক্রবার বিকাল ৩ টায় এ ঘটনা ঘটে মিসেস রোকসানা পারভীনের নিজ দখলীয় মালিকানা ভূমিতে চাষাবাদ করে ধান রোপনের সময় তার প্রতিপক্ষ আজাহারুল ইসলাম তার দলবল নিয়ে ধান রোপনের সময় বাঁশের লাঠি,লোহার রড, রামদা নিয়ে ঝাপিয়ে পড়ে এলোপাথারী মারপিঠ করতে থাকে। এ সময় রোকসানা পারভীন ও জাহাঙ্গীর আলমকে ধরে ফেলে ও তাদের গুরুতর ফাটা রক্তাক্ত জখম করে। রক্তাক্ত অবস্থায় গ্রামবাসী তাদের উদ্ধার করে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। ২য় তলার ৬ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিগন চিকিৎসাধীন অবস্হায় রয়েছেন এ ব্যাপারে রোকসানা পারভীন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় ১২ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী অফিসার ইন চার্জ শাহ কামাল আকন্দ নগরীর ২ নং ফাঁড়ির এস আই সোহেল রানাকে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন।