বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মহেশপুর উপজেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পারাপারের দায়ে ২ দালালসহ ২২ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
সোমবার (৩০ মে) ভোরে উপজেলার কানাইডাংঙ্গা গ্রামের মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়।
৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক (উপ অধিনায়ক) তসলিম মো. তারেক জানান, বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা/সহায়তার অপরাধে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে দালালসহ পুরুষ-৬, নারী-৬ এবং শিশু-১০ জন। তিনি আরও জানান, গ্রেফতারদের বাড়ি নড়াইল, বাগরহাট, গোপালগঞ্জ, যশোর ও ঝিনাইদহে। অবৈধভাবে সীমান্ত পারাপার/সহায়তার অপরাধে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।