শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:০৯ অপরাহ্ন
Reading Time: < 1 minute
আব্দুল্লাহ আল মামুন,খাগড়াছড়ি:
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি বাজারে নবনিযুক্ত বাজার চৌধুরীর নিয়োগ আদেশ বাতিল ও বাজার ফান্ডের বিধি মোতাবেক অভিজ্ঞ বাজার চৌধুরী নিয়োগের দাবি জানিয়েছেন ব্যাবসায়ীবৃন্দ।গত ১৭সেপ্টম্বর’২৩ জেলা পরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে বাজার ব্যাবসায়ীরা গণস্বাক্ষরিত আবেদনের মাধ্যমে এ দাবি জানান।সরেজমিনে মাইসছড়ি বাজারে গেলে, বাজার ব্যাবসায়ী নুর আলম, রবিউল,পারভেজসহ আরো অনেকে বলেন,মাইসছড়ি বাজারে একজন বাজার চৌধুরী নিযুক্ত ছিলো। তার বার্ধক্যজনিত কারণে বাজার ফান্ডের সরকারী বিধির তোয়াক্কা না করে বাজার ব্যাবসায়ীদের অগোচরে ২৯/৮/২০২৩ইং রাতের আঁধারে অনভিজ্ঞ, আনারী, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ৪নং মাইসছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বুলিপাড়ার অব্যাবসায়ী উথিমং মারমা, পিতা-উগ্য মারমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজেদের পছন্দমত বাজার চৌধুরী নিয়োগ দেয়া হয়েছে তা আমরা মানিনা।তাই আমরা বাজার ব্যাবসায়ীরা মাইসছড়ি বাজারে নবনিযুক্ত পূর্বের অনভিজ্ঞ ব্যাক্তির নিয়োগ বাতিল করে দ্রুত পুনরায় স্বচ্ছ ও অভিজ্ঞ ব্যাক্তিকে নিয়োগ দেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করছি।