admin
- ২৮ ডিসেম্বর, ২০২২ / ১৫১ Time View
Reading Time: < 1 minute
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি :
খাগাড়ছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় মোমেনা খাতুন(২৮) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার(২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার গোমতি ইউনিয়নের কালাপানি মজিদ ডাক্তারের কাঁঠাল বাগানের কাঁঠাল গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
দুই কন্যা সন্তানের জননী মোমেনা খাতুন মাটিরাঙ্গার আমতলী ইউনিয়নের নুরু সর্দার পাড়ার মোঃ বেলাল হোসেনের স্ত্রী। জানা যায়, বাপের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম যাওয়ার কথা বলে বৃহস্পতিবার(২২ ডিসেম্বর) সকালে বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে বের হওয়ার ৫দিনের মাথায় মঙ্গলবার(২৭ ডিসেম্বর) বিকালে গরু আনতে গেলে স্থানীয়রা তার বাড়ি থেকে এক কিলোঃ দুরে গোমতি ইউনিয়নের কালাপানি মজিদ ডাক্তারের কাঁঠাল বাগানের কাঁঠাল গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এ ঘটনায় পুলিশকে খবর দিলে মাটিরাঙ্গা থানা পুলিশের উপ পরিদর্শক(এসআই) একেএম হাসান মাহমুদুল কবীরের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।