বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:১৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনার সুজানগরে তেলের দোকানে আগুন আট দোকান ক্ষতিগ্রস্ত আগুন নেভাতে গিয়ে দগ্ধ ৫ জন র‌্যাবের অভিযানে সিরাজগঞ্জে বিপুল পরিমান হিরোইনসহ ২জন গ্রেফতার নওগাঁয় বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ৪ বিএসটিআই পাবনার অভিযানে ২লাখ টাকা জরিমানা তজুমদ্দিনে ব্যাটারিচালিত ইজিবাইকে শাড়ির আঁচল পেঁচিয়ে গৃহবধুর মৃত্যু কুমারখালীতে বাড়িতে ঢুকে ৪জনকে কুপিয়ে স্বর্ণালঙ্কার ও টাকা লুট নওগাঁয় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে চালক ও হেলপার নিহত মান্দায় সতীহাট বাজারের রাস্তার কাজ পরিদর্শন করলেন ইউএনও হাবিপ্রবিতে এক্টিভেশন প্রোগ্রাম ফর ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা তজুমদ্দিনে মাদকদ্রব্যসহ পাঁচজন আটক

আন্তর্জাতিক নারী দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা 

Reading Time: 2 minutes

ত্রিপুরারী দেবনাথ তিপু: মাধবপুর :
বিশ্বজুড়ে ৮ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হচ্ছে এরই ধারাবাহিকতায় হবিগঞ্জের মাধবপুরে ” ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন,জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যেক সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। বুধবার (৮ মার্চ) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রার র‍্যালি বের করা হয়। পরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান। আলোচনা সভায় বক্তারা বলেন, আজ বিশ্বজুড়ে ৮ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হচ্ছে।নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠেছে আজকের পৃথিবী। আধুনিক বিশ্বে নারী-পুরুষ  সমান অধিকার নিয়ে একসাথে সকল স্তরে কাজ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, ব্র্যাক প্রতিনিধি আলমগীর হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিল ইশরাত জাহান ডলি, উদ্যোক্তা জুবাইদা মেহদী, উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক শংকর পাল চৌধুরী, উপজেলা তথ্য আপা মেহরিনা নাসরিন, ভিআর ডিবি কর্মকর্তা ফয়সল চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান।
শিবপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
মাহবুব খান, শিবপুুর নরসিংদী :
নরসিংদীর শিবপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী বের হয়।উপজেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালী শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই জায়গায় এসে র‍্যালীটি শেষ হয়।র‌্যালী শেষে উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল,উপজেলা মহিলা বিষয়ক অফিসার রোকসানা বিলকিছ,শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মো: আলমগীর,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী,শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান প্রমূখ।
পাবনা সুজানগরে আন্তর্জাতিক নারী দিবসের শোভাযাত্রা ও আলোচনা সভা
এম মনিরুজ্জামান,পাবনা :
“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পাবনার সুজানগর উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে, উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন। আরো বক্তব্য দেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার।স্বাগত বক্তব্য দেন, মহিলা সংস্থার চেয়ারম্যান ফরজানা কাউসার। অনুষ্ঠান পরিচালনা করেন, খালেদা ফেরদৌস আশা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com