বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫৪ অপরাহ্ন
Reading Time: < 1 minute
ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর হবিগঞ্জ:
হবিগঞ্জের মাধবপুরে পৈত্রিক সম্পত্তির ভাগভাটোয়ারা নিয়ে ঝগড়ার জেরে ফার্মেসী ব্যবসায়ী সুভাষ পাল(৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১২ জানুয়ারী) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত সুভাষ পালের স্ত্রী সুবর্ণা পাল বাদী হয়ে মাধবপুর থানায় এজাহার দায়ের করেন, এজাহার সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত জয়চন্দ্র পাল এর ছেলে সুভাষ পাল (৫২), শ্রীবাস চন্দ্র পাল (৪৫) ও সুমিত চন্দ্র পাল সনুর মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। প্রতিদিনের ন্যায় সুভাষ পাল(পল্লী চিকিৎসক) ঔষধের ফার্মেসীতে যাওয়ার পথে বেঙ্গাডুবা নারায়ণ সিংহের বাড়ির সামনে রাস্তার মোড় পৌছা মাত্রই তার ভাই সহ বিবাদীরা বেশ কয়েকজন মিলে তাকে বেধুর মারধর করে। এতে গুরুত্বর আহত হয় সুভাষ চন্দ্র পাল। পরবর্তীতে তাকে স্বজনরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত সিকিৎসক আমান্না আফরিন মীম, সুভাষ পালকে পরিক্ষা নীরিক্ষা করে মৃত পেয়েছেন বলে জানান। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, জানান, তাদের মধ্যে দীর্ঘ দিন জমি সংক্রান্ত বিরোধ চলছিল, বিষয়টি নিষ্পত্তি করার জন্য কিছু দিন পূর্বে মাধবপুর থানায় সালিশ বৈঠক হয় কিন্তু নিষ্পত্তি হয়নি। আজকে যে ঘটনা ঘটেছে বিষয়টি দু:খজনক, এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষ প্রকৃত অপরাধীদের বিচারের দাবী জানাচ্ছি। খবর পেয়ে মাধবপুর থানার সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, ওসি রকিবুল ইসলাম খান সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।