admin
- ১২ ফেব্রুয়ারী, ২০২৩ / ১১৪ Time View
Reading Time: < 1 minute
ত্রিপুরারী দেবনাথ তিপু ,মাধবপুর:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ভবানীপুর এলাকা থেকে সিএনজি অটোরিক্সা ও ৪কেজি গাঁজাসহ মাদক ২ যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃতরা হল উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর গ্রামের হারিছ উদ্দিন এর ছেলে আশরাফুল ইসলাম(২৬) এবং চৌমুহনী ইউনিয়নের নয়নপুর গ্রামের জমির আলীর ছেলে আহাদ মিয়া(২০)। বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ইমদাদুল বারী খান জানান,
রোববার ১২ ফেব্রুয়ারী দুপুরে মনতলা মঞ্জুরুল ইসলাম এর নেতৃত্বে বিজিবির টহলদল মাধবপুর-চৌমুহনী সড়কের ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত ২ মাদক কারবারীকে আটক করে এবং তাদের নিকট থাকা ব্যাগ তল্লাশী করে ৪ কেজি গাঁজাসহ এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজি অটোরিক্সাটি জব্দ করে। আটককৃতদের বিরোদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় মামলা রুজু করা হয়েছে।