হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুর ১২ টার সময় উপজেলার ৯ নং নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডুবা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেঙ্গাডুবা গ্রামের মৃত হরমুজ আলীর পুত্র আব্দুল গফুর বাড়ির নির্মাণাধীন বসত ঘরের বারান্দার চালে দাড়িয়ে পানির ট্যাংক লাগানোর সময় অসাবধানতা বসত পল্লী বিদ্যুৎ এর মেইন লাইনে তাঁর মাথার পেছনের অংশ লেগে যায়। ফলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই আব্দুল গফুর (৫৫) এর মৃত্যু হয়।
মাধবপুর থানার ওসি মো:আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করেছেন।