admin
- ১৩ জুন, ২০২৩ / ৯৯ Time View
Reading Time: < 1 minute
ত্রিপুরারী দেবনাথ তিপু , মাধবপুর:
হবিগঞ্জের মাধবপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ কর্তৃক বিশেষ অভিযানে এক মহিলাকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে ডি এন সি হবিগঞ্জ। মঙ্গলবার সোমবার (১২ জুন) সকাল ৯ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ এর সহকারী পরিচালক সাজেদুল হাসান সার্বিক তত্ত্বাবধানে ও উপ-পরিদর্শক কাজী হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত রেইডিং টিম মাধবপুর থানাধীন কাশিপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারি মহিলাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক কারবারি মহিলা হলো উপজেলার ৯ নং নোয়াপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কাশিপুরের মোছাঃ ফারজানা আক্তার (২৮), মোঃ আলম মিয়ার স্ত্রী, এবং সৈয়দ আলীর মেয়ে। পুলিশ সূত্রে জানা যায়, এসময় তাদের নিকট হতে ৩০০ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করেন যার আনুমানিক ৯০ হাজার টাকা। এ বিষয়ে উপ-পরিদর্শক কাজী হাবিবুর রহমান বাদী হয়ে মাধবপুর থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করেন।