admin
- ১৫ ফেব্রুয়ারী, ২০২৩ / ১৭৩ Time View
Reading Time: < 1 minute
ত্রিপুরারী দেবনাথ তিপুঃ মাধবপুর :
হবিগঞ্জের মাধবপুরে মাদক বিরোধী, জঙ্গী নির্মল, নারী নির্যাতন প্রতিরোধ ও যৌতুক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৫ ফেব্রুয়ারি বিকালে উপজেলার ১ নং ধর্মঘর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ধর্মঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো:মিজানুর রহমানের সঞ্চালনায় চেয়ারম্যান মোঃফারুক আহমেদ পারুল এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধবপুর চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন-মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক, ধর্মঘর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো:আলী আজগর, মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রহম আলী, যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী আবু তাহের,কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আরিফ হোছাইন, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো:মিজানুর রহমান,সংরক্ষিত মহিলা সদস্য রোকেয়া তৌহিদ প্রমূখ সহ এলাকার ব্যাক্তিবর্গ।