বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন
Reading Time: < 1 minute
ত্রিপুরারী দেবনাথ তিপু,মাধবপুর:
হবিগঞ্জের পার্শ্ববর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার শশই গ্রামের রাষ্ট্র মিয়ার ছেলে হাবিব মিয়া হবিগঞ্জে মাধবপুর উপজেলার চৌমুহনীর বাসিন্দা বর্তমানে আাদাঐর ইউনিয়নের ০৯ নং ওরার্ডের নজর পুর গ্রামে (মুক্তিযোদ্ধা) আবুল কাশেমের বাড়ি) ৩য় স্ত্রী জোনাকির খালুর বাড়ি বেড়াতে গিয়ে স্বীয় স্ত্রীর জোনাকির হাতে পুরুষাঙ্গ হারাল। মাধবপুর বাজারে পার্লার ব্যবসায়ী জোনাকি চৌমুহনীর মাতু মিয়ার মেয়ে। জানা যায় গত ১৮ সেপ্টেম্বর দিবাগত রাত ১১’০ টার দিকে অজ্ঞাত নামা দুই ব্যাক্তি আহত হাবিব কে নিকটস্থ হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে চলে যায়। নিরুপায় হয়ে কর্তব্যরত ডাক্তার মাধবপুর থানায় যোগাযোগ করলে তদন্ত কর্মকর্তা আতিকুর রহমান এসে ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণ বাড়িয়া সদর হাসপাতালে রেফার করে। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ব্রাহ্মণ বাড়িয়া সদর থেকে ঢাকা রেফার করা হয়।বিস্তারিত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইশতিয়াক মামুনের কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন, “এ বিষয়ে আমার জানা নেই। হয়তো আমার হাসপাতালে ভর্তি হয়নি “।কিন্তু হাসপাতালে ভর্তি রেজিস্ট্রার চেক করে জানা যায় অজ্ঞাত নামা দুইজন হাবিবকে রাত ১১টার সময় হাসপাতালে নিয়ে আসে। জানতে চাইলে কর্তব্যরত চিকিৎসক বলেন, পুরুষাঙ্গের আগা পুরু পুরি কেটে ফেলছে দেখে মাধবপুর থানায় খবর দেই। তদন্ত কর্মকর্তা আসলে ওনার সাথে পরামর্শ করে ব্রাহ্মণ বাড়িয়া সদর হাসপাতালে রেফার করি। রেজিস্ট্রারে বিস্তারিত উল্লেখ না করার কারন জানতে চাইলে তিনি বলেন, ভিকটিমের অবস্থা খুব খারাপ ছিল তাই তরিঘরি করে রেফার করতে হয়েছে।ঘটনার সত্যতা যাচাই করতে মাধবপুর থানার তদন্ত কর্মকর্তা আতিকুর রহমানের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিস্তারিত জানা যায় নি। ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণ বাড়িয়া সদর হাসপাতালে রেফার করা হয়েছে। এখনো মামলা হয়নি। তবে আমরা প্রাথমিক তদন্ত চালিয়ে যাচ্ছি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।