শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন
Reading Time: < 1 minute
আব্দুল্লাহ আল মামুন,খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে চোলাইমদ ও সিএনজিসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্প্রতিবার(১২ অক্টোবর) রাতে মানিকছড়ির যোগ্যাছোলা গরমছড়ি এলাকা হতে তাকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃত বাবলু(৩০) চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীর নয়ারহাট বাজার, এনাম কলোনীতে ভাড়া থাকে। সে লক্ষীপুরের শাকচর ইউপির মোহাম্মদ খোকন এর ছেলে।গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ির যোগ্যাছোলা এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে চট্টগ্রাম নেয়ার পথে সিএনজি তল্লাশী করে ৮০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মোহাম্মদ বাবলুকে গ্রেফতার করে পুলিশ ।
এসময় মদবহনকারী সিএনজি(চট্টগ্রম- খ-১২ ৮৮১৯)টি জব্দ করা হয়।পুলিশ সুপার মুক্তা ধর জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।