শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:৫৫ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী মহানগরীতে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পিংকু-সহ গ্রেফতার ৮ জুড়ীতে বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক ৮ পাবনার ঈশ্বরদীতে যুবলীগ কর্মী মানিক হত্যা মামলার এজাহারভূক্ত আসামি গ্রেফতার গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২৯ জনের বিরুদ্ধে থানায় মামলা রংপুর বিএনপি ও আহবায়ক সামুর ভাবমূর্তি ক্ষুন্ন করতে জোরপূর্বক ভিডিও ধারণ করে অপপ্রচারের অভিযোগ মামলার বাদির নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবক আটক কুষ্টিয়ার নিখোজ ২ এএসআই এর লাশ পদ্মা নদী থেকে উদ্ধার এবার প্রকাশ্যে এলেন ইবি শিবিরের সভাপতি ও সেক্রেটারি গোদাগাড়ীতে বিপুল পরিমান গাঁজা-সহ গ্রেফতার মাদক কারবারী ডালিম আমরণ অনশনে রাবি আইন অনুষদের শিক্ষার্থীরা

মান্দা বাসীর ভালোবাসায় সিক্ত হলেন নব নির্বাচিত এম পি ব্রুরানী সুলতান মাহামুদ গামা

Reading Time: 2 minutes

মোঃ হাবিবুর রহমান, নওগাঁ :
নওগাঁ-৪ মান্দা আসনের জেলা আওয়ামী লীগ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও স্বতন্ত্র প্রাথী মোঃ ব্রুরানী সুলতান মাহামুদ গামা বিপুল ভোটে জয়লাভ করে মান্দা বাসীর ভালোবাসায় সিক্ত হলেন নব নির্বাচিত এম পি ব্রুরানী সুলতান মাহামুদ গামা।
গত রবিবার ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে তিনি ট্টাক প্রতীকে ৮৫ হাজার ১৮০ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করার পর থেকেই সদ্য নবনির্বাচিত (এম পি) ব্রুরানী সুলতান মাহামুদ গামা এই আসনের নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন এবং ভিজেছেন ফুলের বৃষ্টিতে। মান্দা উপজেলার নিজ এলাকা মৈয়ম বাজারে সোমবার-মঙ্গলবার সকাল থেকে মান্দার নেতাকর্মী ও সাধরন জরগণ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো শুরু করেন। এরপর মান্দা উপজেলার নেতাকর্মীদের ভলোবাসায় সিক্ত হন তিনি। এছাড়া তাঁর বিজয়ে নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে স্ব স্ব উপজেলা পরিষদ চত্বরে যান।
সদ্য নবনির্বাচিত এম পি ব্রুরানী সুলতান মাহামুদ গামা বলেন, সর্বপ্রথম আমি আমার মান্দা উপজেলার ভোটারদের প্রতি চিরকৃতজ্ঞ জানায়। আপনারা আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন। তাই সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর আমি আপনাদের একজন হয়ে থাকতে চাই। আপনাদের সেবায় সব সময় নিয়োজিত রাখবো নিজেকে।
তিনি আরো বলেন, এর আগে আমি সমাজ সেবক হিসেবে যতটুকু পেরেছি আপনাদের সেবা করার চেষ্টা করেছি। এখন আপনারা আমাকে জন প্রতিনিধি করেছেন তখন আমি আপনাদের হয়ে সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই। তবে জন প্রতিনিধি হিসেবে আপনাদের পাশে থাকার যে সুযোগটা পেয়েছি, তার জন্য বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দলীয় প্রধান শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই আপনাদের জন্য । তিনি বলেন আপনারা আমাকে ভোট না দিলে, আমি বুঝতে পারতাম না আপনারা আমাকে এতো ভালোবাসেন। তাই আমিও আপনাদের সেই ভালোবাসার মর্যাদা রক্ষা করার জন্য সব সময় চেষ্টা করবো। এখন আমার মূল লক্ষ্য হবে মান্দা উপজেলাকে স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তোলা। এছাড়া সংসদীয় এলাকাকে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজি মুক্ত এবং সন্তাসমুক্ত এলাকা হিসাবে গড়ে তুলতে সবার সহযোগীতা আমার প্রয়োজন।
উল্লেখ্য, বিজয়ী প্রার্থী নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রাথী ছিলেন তিনি দ্বাদশ জাতীয় নির্বাচনে তিনি পেয়েছেন ৮৫ হাজার ১৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতিকের প্রাথী নাহিদ মোরশেদ বাবু পেয়েছেন ৬২ হাজার ১৩২ ভোট। ব্রুরানী সুলতান মাহামুদ গামা একজন সৎ, যোগ্য ব্যক্তি হওয়ায় ৮৫ হাজার ১৮০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বলে মনে করছেন মান্দাবাসী। এর ফলে এই আসনের ভোটারগণও অত্যন্ত আনন্দিত। স্থানীয় বেশ কিছু ব্যক্তিরা বলেন, মানুষের উপকার করা ব্রুরানী সুলতান মাহামুদ গামার পারিবারিক শিক্ষা। যেহেতু তার পরিবার পূর্বপুরুষ থেকেই এলাকার মানুষের কল্যাণমুখী কার্যক্রম পরিচালিত করে আসছে। সেই চেতনা এবং সামাজিক দায়বোধ থেকেই তিনিও এলাকার জন্য সব সময় কিছু করার চেষ্টা করে গেছেন। ফলে জনগণের পাশে থেকে জন প্রতিনিধি হিসেবে আরও উন্নয়ন করতে পারবেন বলে আমরা মনে করছি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com