বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনা :
দারিদ্র মোছা: মাফিজা খাতুন বাঁচতে চাই! সকলের আর্থিক সহযোগিতায় পারে মাফিজাকে আবার সুস্থ্য করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। এজন্য প্রয়োজন অনেক টাকার। টাকার অভাবে অপারেশন করতে পারছে না মাফিজা। তাই তার চোখে মুখে অন্ধকার। কি হবে তার দুই শিশু কন্যার? সকলের কাছে সাহায্যে চাই মাফিজা। মাফিজার কোমরের হাড় ক্ষয় হয়ে জেলি বের হয়ে যাচ্ছে। ডাক্তার বলছে দ্রুত অপারেশন করা না হলে, সে সারা জীবন পুঙ্গত্ব বরন করবে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। অন্তত শিশু দুই কন্যার মুখের দিকে তাকিয়ে হলেও মাফিজা বিত্তবানদের কাছে আর্থিক সহায়তা কামনা করেছেন। সমাজ, দেশ ও দেশের বাইরের বিত্তবানদের আর্থিক সহায়তায় মাফিজাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে তার দুটি কন্যা সন্তানকে আদর ¯েœহ দিয়ে বড় করে তুলতে সহায়তা করতে পারে। মোছাা: মফিজা খাতুন পাবনা সদর উপজেলার রাধানগর ডিগ্রি কলেজ পাড়ার চাঁদু প্রাং ও মোছা: ফরিদা খাতুনের মেয়ে।
সাহায্য পাঠাবার ঠিকানা : মোছা: মাফিজা খাতুন, পিতা-মোঃ চাঁদু প্রাং, মাতা- মোছা: ফরিদা খাতুন, গ্রাম-রাধানগর ডিগ্রি কলেজ পাড়া, পো: পাবনা, থানা- পাবনা সদর, জেলা-পাবনা। সরাসরি যোগাযোগ করে অথবা ফোনের মাধ্যমেও সহযোগিতা করতে পারেন। 01795-976152 (বিকাশ পার্সোনাল)