শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:১৭ অপরাহ্ন
Reading Time: < 1 minute
কামরুল হাসান,ময়মনসিংহ :
আজ বুধবার ( ২৭ এপ্রিল ) সকাল ১১ টায় জেলা প্রশাসক যাকাতের সরকারী তহবিল থেকে অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে অর্থ বিতরণ করেন। প্রথম ধাপে সর্বমোট একশ জনের মাঝে অর্থ বিতরণ করা হয়। সরকারী যাকাত তহবিল থেকে সর্বমোট সাত লক্ষ আটাশ হাজার টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আজমল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাগণ, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাগণসহ বিভিন্ন উপকারভোগী প্রমুখ উপস্থিত ছিলেন।