বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
বেনাপোল যশোর, সংবাদদাতা:
যশোরের শার্শায় স্ত্রীর পরকীয়ার জেরে ভ্যান চালক স্বামী খুন। আজ সকাল ১১ টার সময় উপজেলার বেড়ী নারায়নপুর গ্রামের ইসমাইল হোসেনের আমবাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত মনির হোসেন বেড়ী নারায়নপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। সে পেশায় একজন ভ্যান চালক। ধারণা করা হচ্ছে পরকীয়ার জেরে তার স্ত্রী এই হত্যাকান্ড ঘটিয়েছে। মনির হোসেনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। শার্শা থানার পুলিশ ওসি (তদন্ত) এস এম আকিকুল ইসলাম জানান, নারায়নপুর গ্রামের একটি আম বাগানে মরদেহ ঝুলে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকান্ড। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।