বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
আহম্মেদ আলী শাহিন, বেনাপো যশোর:
যশোরের শার্শার নিজামপুরে এক এসএসসি পরিক্ষার্থী গণধর্ষনের শিকার হয়েছেন। এ ছাত্রীএবার উপজেলার লক্ষনপুর স্কুল ও কলেজ থেকে এসএসসি পরিক্ষায় প্রহন করছে । এ ঘটনায় পুলিশ হাসান ও মাসুদ নামে দুই ধর্ষনকারীকে আটক করেছে। বুধবার রাত ১১ টার দিকে এ ধর্ষনের ঘটনা ঘটে।গণ ধর্ষনের ভিডিও চিত্রনিয়ে প্রতিবেদনটি তৈরী করেছেন আমাদের বেনাপোল প্রতিনিধি আহম্মদ আলী শাহিন।যশোরের নিজামপুর ইউনিয়নের কন্দপপুর গ্রামের শাহাজান মল্লিকের ছেলে হাসান তার চার বন্ধুকে নিয়ে বুধবার রাতে কিশোরীর ঘরে ঢুকে হত্যার হুমকি দেয়। পরে হাসান ও তার চারবন্ধু পালাক্রমে ধর্ষনকরে। এসময় কিশোরীর চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে হাসানসহ দুই ধর্ষনকারীকে ধরে। ধর্ষনের শিকার কিশোরীর বাবা রফিকুল ইসলাম জানায় অসুস্থ স্ত্রীকে নিয়ে উপজেলা হাসপাতালে থাকার সুযোগে একই গ্রামের সন্ত্রাসী হাসান তার বন্ধু মাসুদ রানা, সাকিব, নাসিম ও নুরুজ্জামান তার এসএসসি পড়য়া মেয়েকে বাড়ীতে একা পেয়ে ধর্ষন করে।তিনি কান্নাজড়িত কন্ঠে তার মেয়ের ধর্ষনের ঘটনার সাথে জড়িতদের বিচার দাবী করেন। এসএসসি পরীক্ষার্থীর সাথে এমন আচারনে ক্ষোভ প্রকাশ করেছে পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা।