admin
- ২৭ অক্টোবর, ২০২২ / ১৫১ Time View
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, বেনাপোল যশোর:
বেনাপোলে এক কেজি ২শ গ্রাম স্বর্ণের বারসহ দুই সহোদর আটক। আটকরা হলো চুয়াডাঙ্গা জেলার ধামুরদা থানার মুন্সিপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মিলন হোসেন ও হিরোন মিয়া । সকাল ১০ টার সময় কাস্টমস হাউসের সামনে কাস্টমস বিজিবি যৌথ চেকপোস্ট এলাকা থেকে স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, বিজিবির কাছে গোপন খবর আসে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দ্যেশে দুই পাচারকারী বেনাপোলের প্রধান সড়কের কাস্টমস হাউসের সামনে দিয়ে যাচ্ছে। এমন খবরে বিজিবির একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে ওই পাচারকারীদের আটক করে ক্যাম্পে নিয়ে তাদের প্যান্টের কোমর বন্ধে তল্লাশি করে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ২০০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানায় বিজিবি। আটক স্বর্ণ পাচারকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পুলিশে সোপর্দ করা হয়েছে।