বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা,রংপুর:
রংপুরে গত ৫ দিনে জেলার বিভিন্ন স্থানে ৯ জন আত্মহত্যা করেছে। এর মধ্যে একদিনেই ৫ জনের আত্মহত্যার ঘটনা রয়েছে। হঠাৎ করে আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়ায় অভিভাবক ও সচেতন মহল উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এদিকে সর্বশেষ কাউনিয়া উপজেলায় মোবাইল ফোন কিনে না দেয়ায় নবম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তার বাড়ি উপজেলার হরিশ্বর গ্রামে।সে হলদিবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, কাউনিয়া উপজেলার হরিশ্বর গ্রামের দুলু মিয়ার ছেলে সামিউল ইসলাম জিসানকে (১৫) তার বাবা মোবাইল ফোন কিনে না দেয়ার রোববার সকালে ঘরে আত্মহত্যা করে। তার বাবা একজন দিন মজুর। এ বিষয়ে ইউডি মামলা হয়েছে জানিয়েছেন কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ।এর আগে নগরীর মাহিগঞ্জ থানা এলাকার তালুক উপাসু গ্রামে বাবা নাছিম উদ্দিনের মৃত্যু শোক সইতে না পেরে ছেলে আসিফ (২০) নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। বাবা বুধবার সকাল ১১টায় মারা যান। বেলা দুইটার দিকে ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।বুধবার সকালে বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নে বৈরামপুর খুনিয়াপাড়া গ্রামে নিজ ঘর থেকে মশকুর রহমান (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। যুবকের পরিবারের দাবি দীর্ঘদিন ধরে মশকুর মানসিক রোগে ভুগছিলেন। একই দিন সকালে ৮টার দিকে দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের গৃহবধূ শাহিনুর বেগমের (৪৮) লাশ গোয়ালঘরে উদ্ধার করা হয়। অপরদিকে রামনাথপুর ইউনিয়নের সরদারপাড়া গ্রামের সকাল সাড়ে ১০টায় নিজ ঘরে নুরজাহান বেগম (৩৫) নামে গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।
অপরদিকে মঙ্গলবার বিকেলে হারাগাছ, ধুমেরকুঠি (ভুল্লা টারী) এলাকায় সুমাইয়া আক্তার সোমা আক্তার (১৬) নামে নবম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। প্রেমঘটিত কারণে সুমাইয়া আত্মহত্যা করেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শুক্রবার পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের বেতকাপা গ্রামের বাসিন্দা আব্দুল হামিদ নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।ঘটনার সত্যতা জানিয়ে পীরগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, আব্দুল হামিদ ছাড়াও আরও দুই মহিলা আত্মহত্যা করেছে গত এক সপ্তাহে। এঘটনায় ইউডি মামলা করা হয়েছে।