শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনা পাঁচটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন কোটি মানুষের জানাজায় রাখাল রাজার পাশে রাখাল রানী সমাহিত আপেষহীন নেত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও দেশমাতা বেগম খালেদা জিয়া নেই আগামী দিনের রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল কেমন হবে জানালেন যুগ্ম আহ্বায়ক অভি পাবনাে ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন নীলফামারী-১ আসনে প্রকৌশলী তুহিনকে মনোনয়নের দাবিতে মিছিল ও প্রতিবাদ সমাবেশ চরহনুমন্ত নগরে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, পালিয়েছে পাচারকারী রাজশাহীর গোদাগাড়ীতে আলুর বাম্পার ফলন: ভালো বাজার আবহাওয়ায় ও আশা বাড়াল কৃষকের

রংপুর বিএসটিআই’র ২৫টি ভাটার বিরুদ্ধে মামলা দায়ের

Reading Time: 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি, বিএসটিআই, রংপুর :
বিজ্ঞ চীফ জুডিসিয়াল আদালত, ঠাকুরগাঁও এ ৫টি উপজেলার ২৫ টি অবৈধ ক্লে ব্রিকস্ (ইট) উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই’র নিয়মিত মামলা দায়ের। ০৫.০৩.২০২৪ ইং তারিখে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর সংশ্লিষ্ট কর্মকর্তা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ঠাকুরগাঁও এর আদালতে ঠাকুরগাঁও জেলার ২৫টি অবৈধ ক্লে ব্রিকস্ (ইট) প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন। প্রতিষ্ঠানগুলি হচ্ছে-১.এস বি এস ব্রিকস্ ফিল্ড ভেমটিয়া, পীরগঞ্জ, ঠাকুরগাঁও,২.এস বি ব্রিকস্ ফিল্ড ভেমটিয়া, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ৩.ডি আর ব্রিকস্ গুয়াগাঁও, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ৪.এম এ আর ব্রিকসনোহালী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ৫.এস বি এস ব্রিকস্ ফিল্ড-১ গোদাগাড়ী,সিন্দুরনা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ৬.এম এন এস ব্রিকস্ দস্তমপুর,৯নং সেনগাঁও, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ৭.জে আর ব্রিকস্ ফিল্ড সিন্দুরনা,৯নং সেনগাঁও, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ৮.এস বি ব্রিকস্ ফিল্ড নানুহার, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ৯.বি এস বি ব্রিকস্ ৗলতপুর,গোয়ালপাড়া, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ১০. আর বি ব্রিকস্ রাজোর কাতিহার হাট, রানীশংকৈল, ঠাকুরগাঁও, ১১. লিপা ব্রিকস্ -১ আরাজি গোপিনাথপুর,বাংলাগড়, রানীশংকৈল, ঠাকুরগাঁও, ১২.এস এ বি ব্রিকস্ সখের টাউন বাজার, রানীশংকৈল,ঠাকুরগাঁও, ১৩. এম এ বি ব্রিকস্ সখের টাউন বাজার, প্রয়াগপুর, রানীশংকৈল, ঠাকুরগাঁও, ১৪.সোনালী ব্রিকস্ ঘনশ্যামপুর, পূর্বকালুগাঁও, মীমডাঙ্গী, রানীশংকৈল, ঠাকুরগাঁও, ১৫. এস এস ই ব্রিকস্ দুর্লভপুর, নেকমরদ, রানীশংকৈল, ঠাকুরগাঁও, ১৬. আয়মান ব্রিকস্ বিরাশি, মমরেজপুর, রানীশংকৈল, ঠাকুরগাঁও, ১৭. মাহি ব্রিকস্, আমজুয়ান, রানীশংকৈল, ঠাকুরগাঁও, ১৮. এম এইচ ব্রিকস্ সন্ধ্যারই, রানীশংকৈল,ঠাকুরগাঁও, ১৯. জোহানা ব্রিকস্ (জোহানা), নেংটিহারা, ঝোলঝোলি, ভানোর, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও, ২০.জনতা ব্রিকস্ ফিল্ড মহিষমারী, বালিয়াডাঙ্গী,ঠাকুরগাঁও, ২১.সোনালী ব্রিকস ফিল্ড ভেটনা, হরিপুর, ঠাকুরগাঁও, ২২. শুভ ব্রিকস ফিল্ড ভেটনা, হরিপুর, ঠাকুরগাঁও, ২৩.এস এম ব্রিকস্ ভেলাজান, সদর, ঠাকুরগাঁও, ২৪. একতা ব্রিকস্ ফিল্ড-২ (একতা), আরাজী, মোলানী, ভেলাজান, সদর, ঠাকুরগাঁও
২৫.কে এস ব্রিকস্ আরাজী, মোলানী,ভেলাজান, সদর, ঠাকুরগাঁও। উক্ত প্রতিষ্ঠানসমূহে অভিযান পরিচালনা করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর সহকারী পরিচালক (সিএম) প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান। অভিযানে সহায়তা প্রদান করেন বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর এর ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ জুনায়েদ আহমেদ ও প্রকৌঃ মোঃ তাওহিদ আল-আমিন।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান চলমান থাকবে।
আপনার বিশ্বস্ত

স্বাক্ষরিত-(মফিজ উদ্দিন আহমাদ),উপপরিচালক (মেট্রোলজি) ও বিভাগীয় অফিস প্রধান, রংপুর।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com