বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১০:১৪ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ীতে ৩৭৩ গ্রাম হেরোইনসহ মোঃ আবু সাঈদ অরফে হেলেন (২২) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
রোববার (২২ মে) দুপুর পৌনে ৩টায় উপজেলার গোদাগাড়ী থানাধীন বিজয়নগর গ্রামের বন্ধ জুট মিলের সামনে থেকে তাকে ৩৭৩ হেরোইনসহ গ্রাম গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবাররি মোঃ আবু সাঈদ অরফে হেলেন গোদাগাড়ী থানার (২২), -প্রেমতলী কাঠালবাড়ীয়া গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে।
রোববার র্যাব-৫ম, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, রোববার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে , গোদাগাড়ী থানাধীন বিজয়নগর গ্রামের বন্ধ জুট মিলের সামনে ১ জন সন্দেহভাজন ব্যক্তি অবৈধ মালামালসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে হেরোইনসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় র্যাব-৫।