শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী মহানগরীতে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পিংকু-সহ গ্রেফতার ৮ জুড়ীতে বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক ৮ পাবনার ঈশ্বরদীতে যুবলীগ কর্মী মানিক হত্যা মামলার এজাহারভূক্ত আসামি গ্রেফতার গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২৯ জনের বিরুদ্ধে থানায় মামলা রংপুর বিএনপি ও আহবায়ক সামুর ভাবমূর্তি ক্ষুন্ন করতে জোরপূর্বক ভিডিও ধারণ করে অপপ্রচারের অভিযোগ মামলার বাদির নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবক আটক কুষ্টিয়ার নিখোজ ২ এএসআই এর লাশ পদ্মা নদী থেকে উদ্ধার এবার প্রকাশ্যে এলেন ইবি শিবিরের সভাপতি ও সেক্রেটারি গোদাগাড়ীতে বিপুল পরিমান গাঁজা-সহ গ্রেফতার মাদক কারবারী ডালিম আমরণ অনশনে রাবি আইন অনুষদের শিক্ষার্থীরা

রাজশাহীর ছয়টি আসনে ৬০ প্রার্থীর মনোনয়নপত্র জমা

রাজশাহীর ছয়টি আসনে ৫৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা

Reading Time: 2 minutes

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী জেলা ছয়টি আসনে ৬০জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ছয়টি আসনে আওয়ামী লীগের ছয়জন প্রার্থী ছাড়াও স্বতন্ত্র প্রার্থী রয়েছে ১২ জন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন ও জমাদানের শেষ দিনে এই প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ও সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। এই আসনে স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান, গোলাম রাব্বানী, চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া, শাহনেওয়াজ আয়েশা আখতার জাহান, বিএনএফ এর প্রার্থী আল-সাআদ, তৃণমূল বিএনপির প্রার্থী জামাল খান দুদু, এমপিপি এর প্রার্থী নুরুন্নেসা, বাংলাদেশ সংস্কৃতি মুক্তি জোটের প্রার্থী বশির আহমেদ, জাতীয় পার্টির প্রার্থী শামসুদ্দীন, বিএনএম প্রার্থী শামসুজ্জোহা।
রাজশহী-২ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোহাম্মদ আলী। বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। এই আসনে জাসদ মনোনিত প্রার্থী আব্দুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী, জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন, স্বতন্ত্র প্রার্থী আবু রায়হান মাসুদ, রেজা উন-নবী আল মামুন, শফিকুর রহমান, বিএনএম এর প্রার্থী কামরুল হাসান, তৃণমূল বিএনপির প্রার্থী মোঃ শামীম, মুক্তিজোট এর প্রার্থী ইয়াসির আলিফ বিন হাবিব, গণফ্রন্ট এর প্রার্থী মনিরুজ্জামান, জাতীয় পার্টির স্বতন্ত্র প্রার্থী শাহাবুদ্দিন, কংগ্রেস পার্টির মারুফ শাহরিয়ার।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আসাদুজ্জামান আসাদ। স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিন, বিএনএম প্রার্থী একেএম মতিউর রহমান, এনপিপি এর প্রার্থী সইবুর রহমান, জাতীয় পার্টির প্রার্থী সোলাইমান হোসেন, বিএনএফ এর প্রার্থী বজলুর রহমান, জাতীয় পার্টির স্বতন্ত্র প্রার্থী আব্দুস সালাম খান, মুক্তি জোটের প্রার্থী এনামুল হক, গণফ্রন্ট এর প্রার্থী মনিরুজ্জামান, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী শাহাবুদ্দিন ও নিপু হোসেন।
রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আবুল কালাম আজাদ। এই আসনে স্বতন্ত্র প্রার্থী সংসদ এনামুল হক, বাবুল হোসেন, বিএনএম এর প্রার্থী সাইফুল ইসলাম রায়হান, এনপিপি এর প্রার্থী জিন্নাতুন ইসলাম জিন্না, বিএনএফ এর প্রার্থী মতিউর রহমান, জাতীয় পার্টির প্রার্থী আবু তালেব প্রাং।
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী আব্দুল ওয়াদুদ দারা। এই আসনে স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য মনসুর রহমান, স্বতন্ত্র ওবায়দুর রহমান, স্বতন্ত্র আহসান উল হক মাসুদ, গণফ্রন্টের প্রার্থী মখলেসুর রহমান, বিএসপি এর প্রার্থী আলতাফ হোসেন মোল্লা, জাকের পার্টির প্রার্থী শফিকুল ইসলাম, বিএনএম এর প্রার্থী শফিকুল ইসলাম, জাতীয় পার্টির আবুল হোসেন।
রাজশাহী-৬ (চারঘাট, বাঘা) আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এই আসনে স্বতন্ত্র প্রার্থী খাইরুল ইসলাম, রাহেনুল হক, ইসরাফিল বিশ্বাস, জাসদের প্রার্থী জুলফিকার মান্নান জীমা, এনপিপি এর প্রার্থী মহসিন আলী, জাকের পার্টির রিপন আলী, জাতীয় পার্টির প্রার্থী শামসুদ্দিন রিন্টু, বিএনএম এর প্রার্থী আব্দুস সামাদ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com