বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৩৮ পূর্বাহ্ন

News Headline :
ঐতিহ্যবাহী পাবনা প্রেস ক্লাবের অনিয়ম রংপুরে হারাগাছে ভূয়া আত্মীয় পরিচয় দিয়ে মামলাকারীর মামলা প্রত্যাহার ও জড়িতকে গ্রেফতারের দাবি প্রবাসী যুবকের সাথে প্রতারণা করে অর্ধযুগের কষ্টার্জিত আয় আত্মসাতের অভিযোগ এক নারীর বিরুদ্ধে পরীক্ষামূলকভাবে চালু হলো যমুনা রেলওয়ে সেতু পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিতে নয়-ছয়; রাবিতে ফের আন্দোলনের প্রস্তুতি রাজশাহীতে পারিবারিক পুষ্টি বাগানে স্বাবলম্বী হচ্ছে গ্রামীণ প্রান্তিক নারীরা পাবনা প্রেসক্লাবের অনিয়ম তদন্তে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কমিটি গঠন মহানগরীতে স্বর্ণের দোকানে চুরির অভিযোগে জনতার হাতে আটক নারীকে পুলিশে সোপর্দ পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করলো হাবিপ্রবি ছাত্রশিবির মানুষকে যারা কষ্ট দেয় তাদেরকে পরিহার করুন : এ.কে.এম. আমিনুল হক

রাজশাহীর মোহনপুরে জমে উঠেছে আমের বাজার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর মোহনপুরে জমে উঠেছে আমের বাজার। আমের মৌসুম উপলক্ষে প্রতিদিন নওগাঁ মহাসড়ক সংলগ্ন কামারপাড়ায় আমের জমজমাট বাজার বসছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ বাজারে চলে আমের কেনাবেচা। চাহিদা ও যোগাযোগ ব্যবস্থা ভাল হওয়ায় রাজশাহী ও নওগাঁ অঞ্চলের সুস্বাদু ও টাটকা আম দেশব্যাপী পৌঁছে যাচ্ছে।
সরেজমিনে দেখা যায়, রাজশাহী হতে নওগাঁ মহাসড়কের প্রায় ৩৩ কিলোমিটার উত্তর দিকে জেলার শেষ সীমানায় মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নের কামারপাড়া বাজারে বিভিন্ন জাতের সুস্বাদু আম খাছিতে সারি সারি করে রেখে কেনা বেচা করা হচ্ছে । প্রতিনিধি সকাল থেকে বিভিন্ন জাতের আমগাছ থেকে সুস্বাদ আম সংগ্রহ করে এ বাজারে এনে বিক্রি করেন আম চাষীরা। গাছের এ টাটকা আম ক্রয় করতে ভিড় করেন বিভিন্ন জেলা থেকে আগত আম ব্যবসায়ী। মুক্ত পরিবেশে দামদর করে কেনার পর আড়ৎ এর মাধ্যমে পরিবেশন শেষে ব্যাবসায়ীদের ট্রাকে করে ও কুরিয়ারের মাধ্যমে দেেেশ বিভিন্ন জেলায় পৌঁছে যায় এই বাজারের বিশুদ্ধ আম।
আম চাষিরা ও আড়ৎদার বলেন, এবার আবহাওয়া অনুকুলে থাকায় অতিরিক্ত গরমের জন্য আম যেমন সুন্দর কালারের হয়েছে তেমনি মিষ্টির পরিমানও বৃদ্ধি পেয়েছে।
এ বাজারে ব্যবসায়ীদের পাশাপাশি অসংখ্য কোম্পানির কুরিয়ার সার্ভিস থাকায় ও আসা যাওয়ার যোগাযোগ ব্যবস্থা ভাল হওয়ায় মোহনপুর, বাগমারা, মান্দা, নেয়ামতপুর উপজেলাসহ বিভিন্ন স্থান থেকে আম আমদানি করা হয়। আমের আকার ভেদে ল্যাংড়া আম ২২০০ হতে ২৪০০ টাকা মণ, খিরসা আম ১৬০০ হতে ২০০০ টাকা মণ, গোপাল ১২০০ হতে ১৪০০ টাকা মণসহ বিভিন্ন জাতের আম সার্বক্ষণিক কেনাবেচা চলতেই থাকে। কেনাবেচা শেষে সন্ধ্যার পরেই কামারপাড়া বাজার হতে দেশের বিভিন্ন স্থান ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বগুড়া, সিরাজগঞ্জে প্রতিদিনের জন্য বহু আম রপ্তানি করা হয়ে থাকে।
এ বিষয়ে রায়ঘাটি ইউপি চেয়ারম্যান বাবলু হোসেন বলেন, কামারপাড়া আমের বাজার দিনব্যাপী ও সপ্তাহে ৭ দিন হওয়ায় আম চাষীরা ইচ্ছামত এসে আম বিক্রয় করতে পারেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com