বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১০:১৩ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে ২০০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম হেরোইন-সহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টায় তালাইমারি শহিদ মিনার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো: মহানগরীর বোয়ালিয়া থানার মৃত মতিউর রহমান মতিনের ছেলে মোঃ ফয়সাল আহমেদ তুষার (৩৫) ও একই এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে চিহৃত মাদক কারবারি মোঃ জনি (৩৮)। মঙ্গলবার (১২ জুলাই) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ রফিকুল আলম। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় মাদক, চোরাচালান ও অস্ত্র-সহ বিভিন্ন আইনে ১০টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।মঙ্গলবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান নগর পুলিশের মুখপাত্র।