admin
- ১৫ মার্চ, ২০২৩ / ১১৬ Time View
Reading Time: < 1 minute
মোঃ শরিফুল ইসলাম, রাজিবপুর কুড়িগ্রাম :
কুড়িগ্রাম জেলার চর রাজিবপুরে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । মঙ্গলবার রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্ত্তী ও রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম এ অভিযানে অংশগ্রহণ করেন। অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় খাদ্যদ্রব্যের মূল্য তালিকা না থাকা, পাকা ভাউচার না থাকা, অপরিস্কার নোংরা পরিবেশে খাদ্য সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণে অব্যবস্থাপনা, বেশি মূল্যে পণ্য বিক্রি করায় রাজিবপুর বাজারের চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রর্বত্তী বলেন, ‘ রাজিবপুর বাজারে অভিযান চালিয়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।’ রোজার মাসকে কেন্দ্র করে অভিযান অব্যাহত থাকবে ।