admin
- ২০ ফেব্রুয়ারী, ২০২৩ / ১০১ Time View
Reading Time: < 1 minute
মোঃ শরিফুল ইসলাম, রাজিবপুর কুড়িগ্রাম:
কুড়িগ্রাম জেলার রাজিবপুরে আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই সরকারের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ। রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাজিবপুর উপজেলার বিভিন্ন স্থানে তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। প্রতিনিয়ত ঠাণ্ডা বাতাসের দাপটে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম শীতল ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল অবস্থা জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করেছে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজিবপুর উপজেলা শাখার সভাপতি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল হাই সরকার এবং তার সুযোগ্য পুত্র শেখ মুজাহিদুল ইসলাম মিশু ।শীতে কম্বল পেয়ে আলেয়া খাতুন (৫১) বলেন, কম্বল অনেক মোটা, গায়ে দিলে ঠান্ডা লাগবো না । এই কম্বলটা পেয়ে আরো বলে আল্লাহ হাই কমান্ডারের ভালো করুক। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই কমান্ডার বলেন, আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে আমি যেন গরীব অসহায় মানুষের পাশে সবসময় থাকতে পারি।