বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ শরিফুল ইসলাম,রাজিবপুর কুড়িগ্রাম:
রুহি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান পরশ এর নির্দেশে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বিভিন্ন স্থানে বন্যার্তদের মাঝে ৪৫০ টি ঈদ উপহার প্যাকেজ বিতরণ করা হয়েছে । প্যাকেজটিতে ছিল চাল ৫ কেজি, মসুর ডাল, আলু, সেমাই, সাবান, চিনি, সয়াবিন ও সরিষার তেল । পথ শিশুদের জন্য, এতিম বাচ্চাদের জন্য, মাদ্রাসায় ছাত্রদের জন্য, অসহায় সুবিধা বঞ্চিত মানুষের জন্য দীর্ঘদিন থেকেই কাজ করে আসছে রুহি ফাউন্ডেশন ।
চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ও কোদালকাটি ইউনিয়নের বিল পাড়া, চরসাজাই, শংকর মাধবপুর, বদরপুর, কয়েকটি গুচ্ছ গ্রামে রুহি ফাউন্ডেশনের উদ্যোগে ৪৫০ পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ও শৃঙ্খলার সাথে ঈদ উপহার প্যাকেজ বিতরণ করা হয়েছে। চর সাজাই গ্রামের আসমা খাতুন ঈদ উপহার প্যাকেজ নিতে এসে বলেন, বেটারে বন্যায় আমাগোরে অনেক ক্ষয়ক্ষতি হইছে । সামনে ঈদ আমাগোরে যে কি হইবো ! যাই হোক ঈদের উপহার পাইয়া অনেক খুশি হইলাম । বন্যায় পানিতে ঘরের খুটি পচে পড়ে ঘর মাটির সাথে লেগে আছে, ট্যাহা পয়সা নাই, কি যে হইবো, আল্লাহ ভালো জানেন।
রুহি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান পরশ জানান, আমরা সব সময় মানুষের পাশে ছিলাম, আছি, ইনশাল্লাহ থাকবো । মানুষের জন্য কিছু করা মানে নিজেদের কাছে প্রশান্তি ।
ঈদ উপহার প্যাকেজ পেয়ে রুহি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন । এ সময় উপস্থিত ছিলেন মেহেদী হাসান জুয়েল, পরিচালক, রুহি ফাউন্ডেশন, আহমেদ জয়, সাধারণ সম্পাদক, রুহি ফাউন্ডেশন, শরিফুল ইসলাম সোনা, সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব রাজিবপুর উপজেলা শাখা, মোঃ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব রাজিবপুর উপজেলা শাখা, মোঃ সুজন মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক, রাজীবপুর প্রেসক্লাব, হিরা, গোলাপ, আবির, জাইদুল ইসলাম জাহিদ ছাড়াও আরও অনেকে ভলেন্টিয়ার ছিলেন ।