শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:১৩ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী মহানগরীতে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পিংকু-সহ গ্রেফতার ৮ জুড়ীতে বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক ৮ পাবনার ঈশ্বরদীতে যুবলীগ কর্মী মানিক হত্যা মামলার এজাহারভূক্ত আসামি গ্রেফতার গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২৯ জনের বিরুদ্ধে থানায় মামলা রংপুর বিএনপি ও আহবায়ক সামুর ভাবমূর্তি ক্ষুন্ন করতে জোরপূর্বক ভিডিও ধারণ করে অপপ্রচারের অভিযোগ মামলার বাদির নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবক আটক কুষ্টিয়ার নিখোজ ২ এএসআই এর লাশ পদ্মা নদী থেকে উদ্ধার এবার প্রকাশ্যে এলেন ইবি শিবিরের সভাপতি ও সেক্রেটারি গোদাগাড়ীতে বিপুল পরিমান গাঁজা-সহ গ্রেফতার মাদক কারবারী ডালিম আমরণ অনশনে রাবি আইন অনুষদের শিক্ষার্থীরা

রাত পোহালেই জুড়ী উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন

Reading Time: < 1 minute

মোঃ মাহমুদ উদ্দিন,জুড়ী:
মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- চট্ট ২৩৫৯ এর অন্তর্ভূক্ত জুড়ী উপজেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৬ সেপ্টেম্বর।জানা যায়, নির্বাচনে ১৫ টি পদে প্রতিদ্বন্ধিতা করছেন ৩৩ জন প্রার্থী।জুড়ী উপজেলায় প্রায় ১২০৯ জন পরিবহন শ্রমিক ভোট প্রদান করে তাদের নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। কার্যকরী কমিটির ১৫ পদের মধ্যে ১৫ টি পদে ভোট গ্রহণ হবে। আগামী ১৬ সেপ্টেম্বর শনিবার নির্বাচনের তারিখ নির্ধারণ করেন কর্তৃপক্ষ। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর মৌলভীবাজার জেলার কমিটি, একই সাথে ভোটার তালিকা হাল নাগাদ, তফসিল ঘোষণা, মনোনয়ন দাখিল ও যাচাই-বাচাইসহ আচরণবিধি প্রণয়ন করা হয়। নির্বাচনে মনোনয়ন চেয়েছিলেন ৩৯ জন এরমধ্যে ৩৩ জন নির্বাচনের সুযোগ পান।সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করছেন মো. ফয়জুল ইসলাম (কালা) (আনারস মার্কা ), মো. শহিদ মিয়া (চেয়ার মার্কা), মো. নানু মিয়া (ছাতা মার্কা)।সহ সভাপতি পদে মো. তৈয়ব আলী (গরুর গাড়ী মার্কা), সমর কান্তি নাথ (বাইসাইকেল মার্কা) রহমত মিয়া (ঘোড়া মার্কা) গিয়াস উদ্দিন(বাসগাড়ি মার্কা) সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করছেন মাজেদুল ইসলাম (মই মার্কা), মো.সিপার আহমদ (মোরগ মার্কা), মাসুক আহমেদ (দোয়াত কলম মার্কা) ও হাজি আমির আলী (মোটরসাইকেল মার্কা)সহ- সাধারণ সম্পাদক মো. আজিজুর রাহমান আজিজ (হরিণ মার্কা), সুমন মিয়া আপেল জহির উদ্দিন (টাকগাড়ি মার্কা)
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করছেন সফিকুর রহমান (হাতি মার্কা) ও মো. এখলাস মিয়া (বাঘ মার্কা), পাবুল হাসান পবলু (তারা মার্কা) সহ-সাংগঠনিক সম্পাদক পদে সজিবুল ইসলাম শাবুর (টিউবওয়েল মার্কা) সঞ্জু কুমার দাস (বোতল মার্কা)প্রচার সম্পাদক পদে মো. সায়েদ আহমদ(গোলাপ ফুল মার্কা) ও সাইদুর রহমান (সিএনজি মার্কা) ।লাইন সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করছ সুজন রুদ্র পাল (মোবাইল মার্কা) রুমেল আহমদ(সেলাই মিশিন মার্কা)কোষাধ্যক্ষ পদে আবুল হোসেন (আব্দুল্লাহ)(তালা মার্কা) বদরুল ইসলাম (ফুটবল মার্কা)দপ্তর সম্পাদক পদে মো. শরিফ উদ্দিন (কলস মার্কা) জহিরুল ইসলাম (এাকতার মার্কা)সদস্য পদে জাকির হোসেন, (কবুতর মার্কা,) জাকির হোসেন, (বন্দুক মার্কা) জাহাঙ্গীর আলম শিমুল( কুড়াল মার্কা) দেলোয়ার হোসেন (বাল্টি মার্কা) নাসির উদ্দিন (হাস মার্কা)

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com