রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৩ দফা দাবিতে সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা। এসময় দাবি মেনে না নেওয়ার পর্যন্ত ভবনে তালা ঝুলানো থাকবে এবং কাউকে প্রবেশ করতে বা বের হতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন তারা। বুধবার (২ জানুয়ারি) সকাল ১০টায় পোষ্য কোটা বাতিল, জুলাই বিপ্লবে বিরোধীতাকারী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের শাস্তি ও আওয়ামীলীগের দোসর দুই শিক্ষককে সহকারী প্রক্টর হিসাবে নিয়োগ দেওয়ার অভিযোগ এনে উপাচার্য ও রেজিস্ট্রারকে গণক্ষমা চাইতে হবে এই তিন দাবি তোলেন শিক্ষার্থীরা।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সালাহউদ্দিন আম্মার বলেন, এই প্রশাসনকে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের তাবেদারী করার জন্য নিয়োগ করা হয়নি। নিয়োগ করা হয়েছে শিক্ষার্থীদের ন্যায্য দাবি বাস্তবায়ন করার জন্য। শিক্ষার্থীদের ন্যায্য দাবি যদি আপনার কাছে অন্যায় আবদার মনে হয় তাহলে আপনি বড় ফ্যাসিস্ট। শুধু আওয়ামীলীগ ফ্যাসিস্ট নয়, অযৌক্তিক বিষয় যারা যৌক্তিক করার জন্য ভেতরে লড়াই করছেন আপনারাই বড় ফ্যাসিস্ট। আপনারা আমাদের যড়যন্ত্রকারী বলছেন আমরা বলছি ভিসি, প্রো-ভিসিসহ প্রশাসনিক ভবনের সকলেই আপনারা ফ্যাসিস্টের দালাল। এখন আপনারা হয় পোষ্য কোটা বাতিল, আওয়ালীমীগের দোসরদের খুঁজে বের করে মামলা করবেন, ফ্যাসিস্টের দোসরদের নিয়োগ দেওয়ায় রেজিস্ট্রার, ভিসি এখানে সকলের সামনে গণক্ষমা চাইবেন নতুবা শীতকালীন ছুটি যাবে, গরমকালীন ছুটি যাবে তবুও প্রশাসনিক ভবনে তালা ঝুলবে। এবিষয়ে রাবি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, আমরা সার্বিক বিচার বিশ্লেষণ করে তৃতীয় ও চতুর্থ শ্রেণির সাধারণ কর্মচারীদের জন্য ১% কোটা রেখেছি। আসলে আপনারা যদি খোঁজ নেন দেখতে পাবেন তাদের জন্য এটা রাখা যৌক্তিক। তাদের অবস্থা ভালো হয়ে গেলে আগামীতে এটাও বাতিল করা হতে পারে। তবে এবছর ১% বহাল থাকবে। আওয়ামীলীগের দোসর শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া শাস্তি দেওয়ার অধিকার আমাদের নেই। তাদের বিরুদ্ধে অভিযোগ আসলে অবশ্যই আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। এছাড়া আওয়ামীলীগের দুই শিক্ষককে সহকারী প্রক্টর নিয়োগের ক্ষেত্রে তথ্যগত ত্রæটি ছিল বলেও মন্তব্য করেছেন তিনি। ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে বলেন জানান উপাচার্য।