admin
- ২৪ জানুয়ারী, ২০২৩ / ৯৬ Time View
Reading Time: < 1 minute
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে শ্যালকের হাতে দুলাভাই দিপক ঘোষ মুন্না(৩৮) নামের এক ব্যক্তি খুন হয়েছে।
সোমবার(২৩ জানুয়ারী) রামগড় পৌরসভার ১নং ওয়ার্ডের শ্মশানটিলা এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ শ্যালক সাগর ত্রিপুরা (২৫) ও তার বন্ধু আকাশ নন্দি(২৪)কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সাগর রামগড় পৌরসভার সুকেন্দ্রাইপাড়ার তপন ত্রিপুরার ছেলে এবং আকাশ বল্টুরামটিলার সুমন নন্দির ছেলে। মঙ্গলবার সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা রাখাল চন্দ্র ঘোষ জানান, সোমবার রাত আনুমানিক পৌনে ১২টায় রামগড় পৌরসভার শ্মাশানটিলা এলাকায় নিজের বাড়ির পাশে সাগর ত্রিপুরা ও তার বন্ধু আকাশ নন্দি, রুবেল, রিপ্রুচাই মারমা ও বাবুসহ আরও ৩/৪ জন যুবক দিপক ঘোষ মুন্নার ওপর হামলা চালায়। এক পর্যায়ে লোহার রড দিয়ে মুন্নার মাথার পিছনে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে হামলাকারীরা পালিয়ে যায়। তিনি জানান, সাগর ত্রিপুরা মুন্নার শ্যালক। মুন্নার সাথে স্ত্রী কনিকা ত্রিপুরার দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। স্বামী-স্ত্রীর এ বিরোধ দুই পরিবারের মধ্যে ছড়িয়ে পড়ে। দু’জনের বিবাহ বিচ্ছেদ না হলেও দেড়-দুই বছর ধরে তারা আলাদা জীবন যাপন করছে। তাদের সংসারে ২টি ছেলে সন্তান রয়েছে। স্থানীয় ১নং ওর্য়াড কাউন্সিলর আব্দুল হক জানান, নিহত মুন্না ও তার ওপর হামলাকারী সকলেই মদ পান করে মাতাল অবস্থায় ছিল। পারিবারিক বিরোধের জের ধরে মুন্না ও তার শ্যালক সাগরের মধ্যে প্রথমে কথাকাটাকটি হয়। পরে তা মারামারি পর্যন্ত গড়ায় । স্বজনরা মুন্নাকে উদ্ধার করে বাসায় নিয়ে স্থানীয় গ্রাম্য ডাক্তার ডেকে এনে চিকিৎসা দেন। পরে মঙ্গলবার সকাল ৮টার দিকে মুন্নাকে তারা হসপিটালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিজানুর রহমান বলেন, জেলা সদর হাসাতালে ময়নাতদন্তের পর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পিতা রাখাল চন্দ্র ঘোষ দীপক ঘোষ মুন্নার শ্যালক সাগর ত্রিপুরাসহ ৫জনের নাম উল্লেখ করে এবং অপর ৩জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।