admin
- ২৮ ডিসেম্বর, ২০২২ / ১৫৩ Time View
Reading Time: < 1 minute
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে মোঃ ইয়াকুব আলী(২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, মঙ্গলবার(২৭ ডিসেম্বর) থেকে পারিবারিক কলহে সে আত্মগোপনে ছিল। বুধবার বিকেলে নিজ বাড়ির পাশে একটি বড় গাছের সাথে গলায় রশি প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে স্থানীরা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে। পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক কলহে গতকাল মঙ্গলবার থেকে সে আত্মগোপনে ছিল। ইয়াকুব আলী ওই এলাকার গোলাম হোসেনের ছেলে। সে পেশায় একজন কাঠমেস্ত্রী। গত তিন মাস আগে তার বিয়ে হয়। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।